Luxury Village Farm House (South Kolkata)
একটা দিন ঘুরে আসবো প্রকৃতির কোলে যেখানে সবুজের সমারোহে আপনার চোখ আরাম পাবে পাখিদের সুমধুর কলতান আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে আর মৃদু মন্দ বয়ে যাওয়া বাতাস যখন পরশ লাগবে আপনার গায়ে , ফিরে আস্তে মন চাইবে না …মন বলবে আর না হয় কিছুটা সময় কাটাই তোমার সাথে ….
আমি আপনাদের নিয়ে যাবো সেই গ্রামের পরিবেশে …যেখানে থাকবে মন খারাপের দিন পেছনে ফেলে শুধুই ভালো লাগা …..